1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

জামালপুর ছনকান্দায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও রাস্তা নির্মাণ শুরু

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
জামালপুর ছনকান্দায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও রাস্তা নির্মাণ শুরু

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ছনকান্দা পশ্চিম পাড়ার ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে স্থানীয়দের সেই দুর্ভোগের অবসান ঘটতে চলেছে।

আজ ১ জুন (শনিবার), জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এম এ শুভ পাঠানের ব্যক্তিগত উদ্যোগে এই এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত ও আশাবাদী।

দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই এই এলাকায় পানি জমে যেত। ফলে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের পাশাপাশি সাধারণ পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে স্কুলগামী শিশু ও বয়স্ক মানুষদের চলাচলে দেখা দিত বিপত্তি। স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বহুবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এম এ শুভ পাঠানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, “আমরা বহু বছর ধরে এই সমস্যায় ভুগেছি। অবশেষে কারও পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, কাজটি সফলভাবে সম্পন্ন হলে আমাদের এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই নির্মাণ কাজ শেষ হলে ছনকান্দা পশ্চিম পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট