1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

মেলান্দহে বকেয়া বেতন চাইতে গিয়ে নার্স মারধরের শিকার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
মেলান্দহে বকেয়া বেতন চাইতে গিয়ে নার্স মারধরের শিকার

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে পাঁচ মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আশা মনি (২০) নামে এক নারী নার্স। বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত নার্স আশা মনি মেলান্দহ পৌরসভার বাসুদেবপুর এলাকার আসর শেখের মেয়ে। তিনি প্রায় দুই বছর ধরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। শুরুতে নিয়মিত বেতন পেলেও গত পাঁচ মাস ধরে বেতন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে বকেয়া বেতন চাইতে হাজরাবাড়ী বাজার এলাকায় অবস্থিত হাসপাতাল কার্যালয়ে যান আশা মনি। অভিযোগ অনুযায়ী, সেখানে হাসপাতালের মালিক মো. সবুজ ও মো. রফিক ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আশা মনি জানান, কেবল মারধর নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। পরে ওই রাতেই মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়। তদন্তে নার্সকে মারধরের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, “তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ ঘটনাস্থলে গেলে দেখা যায়, হাসপাতালের অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অপারেশন থিয়েটার, রিসেপশন ও ব্লাড কালেকশন রুমসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলো বন্ধ অবস্থায়। এমনকি কোনো রোগী বা স্বজনদের উপস্থিতিও ছিল না। হাসপাতালের মালিকপক্ষ ও কর্মচারীরা আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, একজন নার্সকে এভাবে মারধর করা নিন্দনীয় এবং ভয়াবহ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট