1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

জামালপুরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোর আটক, সাত গরু উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
জামালপুরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোর আটক

জামালপুর শহরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ জুন) সকাল ৬টার দিকে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ট্রাক থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়।

আটকরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল আতিক জানান, “রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কম্পপুর চেকপোস্ট-৩ এ দায়িত্বরত এসআই কায়ছার আহম্মেদ, এএসআই রিপন মিয়া ও এএসআই কামরুল হাসান একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করেন। ট্রাক থেকে সাতটি গরু উদ্ধার এবং দুই চোরকে আটক করা হয়।”

তিনি আরও জানান, “চোরচক্রটি রাতের অন্ধকারে জেলার বিভিন্ন খামার ও বাড়ি থেকে গরু চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। চক্রে মোট ৯ জন সদস্য ছিল। তাদের মধ্যে সাতজন পালিয়ে গেছে।”

ওসি ফয়সল আরও বলেন, “ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গরুগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।”

সাম্প্রতিক সময়ে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই অভিযানে জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট