1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদের আশঙ্কায় ঘরে ফিরতে পারি নাই: নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত | শিশুসহ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পবহাটি এবং কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এই দুর্ঘটনা দুটি ঘটে। দুইটি ঘটনাই এলাকাবাসী এবং পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া ফেলেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সকালে ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি কলাহাট এলাকায়। শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের ১০ বছরের মাদ্রাসাপড়ুয়া ছেলে আদনান সকালে জাম খেতে গিয়েছিলো পবহাটি এলাকায়। ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটিবোঝাই লাটাহাম্বার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়।

অপরদিকে, একই দিন সকালে কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রামের কলেজছাত্র কাজল (১৮) তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বহরমপুর গ্রামের মাঠ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে কাজল ঘটনাস্থলেই মারা যান। আহত চাচাতো ভাই অভিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুটি মর্মান্তিক দুর্ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “ঘটনাগুলো খুবই দুঃখজনক। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনার পেছনের কারণগুলো খতিয়ে দেখছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট