1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

কালীগঞ্জে সহিংসতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন: প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
কালীগঞ্জে সহিংসতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন: প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে গত ১ জুন সংঘটিত সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (১১ জুন) বেলা ১১টায় শহরের নলডাঙ্গা সড়কে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুবুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামাল ইউনিয়নে দুইদিনব্যাপী কর্মসূচি নেয় বিএনপি। সেই কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ ও চরমপন্থী নেতা নজরুল মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, এবং জামায়াতপন্থী ইউনুচ আলীর নেতৃত্বে প্রায় ২-৩ শতাধিক সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। এর জেরে ১ জুন সকালে সংঘর্ষে ২ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

নিহতরা বিএনপির কর্মী না হলেও, বিএনপি কোনো হত্যাকাণ্ডের সমর্থন করে না। নিহত পরিবারের প্রতি সমবেদনা ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এক যুগ্ম আহ্বায়ককে আওয়ামী লীগপন্থীদের পক্ষ অবলম্বনের অভিযোগ তোলা হয়। সন্ত্রাসীরা এর আগেও এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি করা হয়। থানায় অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নেয়নি, যার ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বিএনপির দাবি।

সংঘর্ষে প্রায় ২০০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, অর্ধশতাধিক দোকান বন্ধ, ৫০০ পরিবার এলাকা ছেড়েছে, কৃষিকাজ ব্যাহত।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এমপি আব্দুল মান্নান ও এমপি আনোয়ারুল আজিম আনারের ছত্রছায়ায় চরমপন্থী নেতারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপির বহু নেতাকর্মীকে বাড়ি ছাড়া করে।

বিএনপি জানায়, সহিংসতার ঘটনার পর তাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. নুরুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা তারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম সাইদুল, জবেদ আলী, আনোয়ার হোসেন, লুৎফর রহমান লেন্টু, মোহাম্মদ আলী জিন্নাহ সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট