1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মামুন রেজার জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
মামুন রেজার মৃত্যুতে খুলনায় শোকের ছায়া, সাংবাদিক মহলে শোকের মাতম
সাংবাদিক মামুন রেজার জানাজায় মানুষের ঢল। পাশে ইনসেটে মরহুমের ছবি। খুলনা ও দিঘলিয়ার সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন।

প্রখ্যাত সাংবাদিক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল 24 এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ এবং দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মামুন রেজা আর নেই। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে খুলনা ও দিঘলিয়ার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

মামুন রেজা একজন প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মী ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। খুলনা ও দিঘলিয়া অঞ্চলে তিনি একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাত সোয়া ১২টায় জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন আল হেরা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ খুলনা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হলে সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

শনিবার (২১ জুন) যোহরের নামাজের পর দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতীর সুতিরকুল ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের বহু বিশিষ্টজন। খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এনামুল হক, সময়ের খবর পত্রিকার সম্পাদক, এখন সময় টিভির ব্যুরো, এবং চ্যানেল 24-এর ঢাকা অফিসের কর্মকর্তারা সহ অনেকেই জানাজায় উপস্থিত ছিলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দিঘলিয়া থানার বিএনপি, জামায়াত, যুবদল, স্বেচ্ছাসেবক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আগামী বুধবার (২৫ জুন) খুলনা প্রেসক্লাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ সকল নেতৃবৃন্দ। তারা বলেন, মামুন রেজা ছিলেন একজন আদর্শবান ও কর্মনিষ্ঠ সাংবাদিক। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি।

মামুন রেজার জীবনের আদর্শ, সততা ও পেশাগত নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, তা সহজে মোচন হবার নয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন—এই প্রার্থনা সকলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট