1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বারবাজারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
বারবাজারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারবাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির রাজনীতিকে দুর্বল করার অপচেষ্টার অংশ হিসেবে সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম জোয়াদ্দার, ছাত্রদল নেতা তানভীর রনিসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের হয়রানিমূলক মামলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

বারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়াদ্দার এবং বিএনপি নেতা মহি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই ধরনের মামলা গণতন্ত্রবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে স্থানীয় বিএনপি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বারবাজার শহর প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে এলাকাবাসী ও দলের নেতারা এর দ্রুত প্রত্যাহার দাবি জানিয়েছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—গণতান্ত্রিক অধিকার থেকে কেউ তাদের বিরত রাখতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট