ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রেশ সিমেন্ট ও এস এ ট্রেডার্স এর যৌথ উদ্যোগে নির্মাণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যার পর উপজেলার ভূষণস্কুল সড়কের গল্পঘর রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় প্রায় শতাধিক নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন এস এ ট্রেডার্সের প্রোপাইটর চন্দন সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ (ফ্রেশ সিমেন্টের মূল কোম্পানি)-এর, হারুনুর রশীদ, ডিএমজি, আবু খালেদ, ডেপুটি ম্যানেজার, বিকর্ণ মল্লিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
কর্মশালায় ফ্রেশ সিমেন্টের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানির ইঞ্জিনিয়ার শাহীন হোসাইন। তিনি বলেন, “ভবন নির্মাণে সঠিক মিশ্রণ, সময়জ্ঞান ও মানসম্মত সিমেন্ট ব্যবহার করা জরুরি। ফ্রেশ সিমেন্ট সর্বোচ্চ মান বজায় রেখে নির্মাণ শিল্পে বিশ্বস্ততা তৈরি করেছে।”
কর্মশালা শেষে ফ্রেশ সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে অংশগ্রহণকারী নির্মাণশিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে সন্তুষ্টি ও উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন করা হবে যাতে নির্মাণশিল্পীরা আরও দক্ষ হয়ে উঠতে পারেন।