1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কালীগঞ্জে ৬৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম। শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ শহরের বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম। তার সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, কালীগঞ্জ থানা পুলিশ ও বিজিবির সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজারের মাছ বাজার সংলগ্ন দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৪টি দোকান থেকে ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল এবং ৭৬০ কেজি চায়না দোয়াড়ি জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

এছাড়া একই ধরনের অপরাধে আরও ৭টি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জালগুলো দুপুরের পর উপজেলা চত্বরে নিয়ে গিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “কারেন্ট জাল দিয়ে চারা পোনা মাছ নিধন হয়, যা মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এমন অভিযান আগামীতেও চলবে।”

এ ধরনের অভিযান জলজ পরিবেশ সংরক্ষণ এবং অনিয়মের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকারের সক্রিয় অবস্থানেরই একটি প্রমাণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট