ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর যুব বিভাগের উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল। তিনি বলেন, “এ সমাজে যতক্ষণ জুলুম, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে, ততক্ষণ আমাদের সংগ্রামও চলবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন, “আমরা একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এ কাজে আপনারাই চালিকাশক্তি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— মাও. ওলিউর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক, আব্দুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা আমীর, মাও. শহীদুজ্জামান, তালিমুল কোরআনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ, মাও. লুৎফর রহমান, থানা সেক্রেটারী, মাও. মতিউর রহমান, সহকারী সেক্রেটারী, হাফেজ আব্দুল করিম, পৌর আমীর, মনিরুজ্জামান মিঠু, শিবিরের সাবেক জেলা সভাপতি, এ এইচ এম মুর্তজা, শিবিরের কালীগঞ্জ সভাপতি, নির্বাচনী কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা।
সভায় উপস্থিত নেতা-কর্মীদের কাছ থেকে নির্বাচনী কর্মপরিকল্পনা সম্পর্কে মতামত নেওয়া হয়। বক্তারা বলেন, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালানো হবে।