“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”— এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে ঝিনাইদহের রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। পিকেএসএফ’র সহযোগিতায় রোববার (২৮ জুন) সকালে সদর উপজেলার গান্না এলাকার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না পরিবেশ ক্লাবের সভাপতি নায়েব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ নবী এবং কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ ও আরইসিপি কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারী।
বক্তারা বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা প্লাস্টিক ফুল ও সামগ্রী ব্যবহার পরিহারে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে পরিবেশবান্ধব উৎপাদন ও ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার পূর্বে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র্যালি বের হয়, যা গান্না বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে কলেজ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
এই আয়োজনটি পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করে এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তোলে।