দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে শহরের আজাদ রেস্ট হাউজের সামনে থেকে ইয়েস গ্রুপ এর উদ্যোগে র্যালিটি শুরু হয়।
এই র্যালিতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র্যালিটি আজাদ রেস্ট হাউজ থেকে শুরু হয়ে পায়রা চত্বর, হামদহ, আরাপপুর হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাক (সচেতন নাগরিক কমিটি)-এর সভাপতি এম সাইফুল মাবুদ। র্যালিতে আরও উপস্থিত ছিলেন সনাকের সদস্য এন এম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্য সামাজিক কর্মীরা।
আয়োজক ইয়েস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।”
দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা জরুরি উল্লেখ করে আয়োজকরা বলেন, “শিক্ষার্থীদের এই অংশগ্রহণ প্রমাণ করে নতুন প্রজন্ম সচেতন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত।”