খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় উপজেলার খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন— “খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রশাসন নজরদারি বাড়াবে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে, এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল আব্দুর সাত্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য প্রতিনিধি ডাঃ তাসনিয়া, সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা, শিক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
সভা শেষে সকাল ১২টায় একই স্থানে অনুষ্ঠিত হয় খোলাবাজারে খাদ্যশস্য (ওএমএস) ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও আরিফুল ইসলাম।
উপজেলার তিনটি পয়েন্টে ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন, সেনহাটিতে: আমেনা বেগম, বারাকপুরে: শেখ মহাসিন আলী, উপজেলা চৌরাস্তা মোড়ে: ভাই ভাই এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, শেখ মোসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুল গনি, মোঃ মিলন, গাজী রশিদ, নূর হোসেন নূর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।