1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

খুলনার দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন – নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান।

প্রধান অতিথি, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা খামারবাড়ি বিশেষ অতিথি, কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মহাদেব চন্দ্র সানা, প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকৌশলী, ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, দিঘলিয়া প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সহ-সভাপতি, প্রেসক্লাব, সাংবাদিক মেহেদী হাসান, কিশোর কুমার দে, শামীম, রানা মোল্লা, রুবেল ও সৈয়দ জাহিদুজ্জামান।

পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার পুষ্টিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে বক্তব্য রাখেন।
কৃষক আব্দুল্লাহ আল মাসুদ ফিল্ড স্কুলের লক্ষ্য ও কৃষিতে নতুন সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি কংগ্রেস শেষে প্রদর্শনী স্টল ঘুরে জৈব সার, কীটনাশক তৈরি, ফল বাগানের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সকলকে চুই ঝালের চারা উপহার দেন।

কৃষিবিদ নজরুল ইসলাম বলেন— “আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষির উন্নয়নে কৃষককে দলগতভাবে সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। তাহলেই তারা সরকারি সুযোগ-সুবিধা পাবে। কৃষিতে টেকসই উন্নয়ন মানেই দেশের অর্থনৈতিক অগ্রগতি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট