1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মৌসুমী ফল উৎসব ২০২৫ উদযাপন দিঘলিয়ায় কোলা বাজার ইসলামী ব্যাংকে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার

দিঘলিয়ায় কোলা বাজার ইসলামী ব্যাংকে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
দিঘলিয়ায় কোলা বাজার ইসলামী ব্যাংকে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়া উপজেলার গজীরহাট কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় সোমবার (১ জুলাই) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ব্যাংকের পিছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, মনিটর এবং ডিভিআরসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা “কারিমা এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মকর্তা রুবা খাতুন অফিসে প্রবেশ করে জানালার গ্রিল ভাঙা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বণিক সমিতি ও পুলিশকে অবহিত করেন।

ঘটনার পরপরই কোলা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মাসুদ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল দেখতে পান।

এ বিষয়ে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাসুদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে বাজারের নৈশপ্রহরী আক্কাস হোসেন ও মোঃ ইসরাফিল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট