খুলনার দিঘলিয়া উপজেলার গজীরহাট কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় সোমবার (১ জুলাই) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ব্যাংকের পিছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, মনিটর এবং ডিভিআরসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা “কারিমা এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মকর্তা রুবা খাতুন অফিসে প্রবেশ করে জানালার গ্রিল ভাঙা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বণিক সমিতি ও পুলিশকে অবহিত করেন।
ঘটনার পরপরই কোলা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মাসুদ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল দেখতে পান।
এ বিষয়ে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাসুদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে বাজারের নৈশপ্রহরী আক্কাস হোসেন ও মোঃ ইসরাফিল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।