1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বনানীর হোটেলে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
বনানীর হোটেলে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় যুবদল নেতা মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানাধীন জাকারিয়া হোটেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা গেছে, এক নারী সিঁড়ি দিয়ে নামতে গেলে এক হামলাকারী তার পথ আটকে দেয় এবং আঘাত করলে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে আরেক নারীকে ধাওয়া করে ফেলে দিয়ে মারধর শুরু হয়। মোট ৮-১০ জনের একটি দল দুই নারীকে মেঝেতে ফেলে নির্মমভাবে আঘাত করতে থাকে।

ভিডিওতে দেখা যায়, তারা প্রাণপণে চিৎকার করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। ঘটনার সময় হোটেলের ভেতরে ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার জানান, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তীব্র সামাজিক প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে, বৃহস্পতিবার রাতেই যুবদল এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের ঘোষণা দেয়। দলীয় বিবৃতিতে বলা হয়— “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এবং জনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই যুবদল সমর্থন করে না।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।”

এ ধরনের ঘটনায় সমাজে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের উচিত—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট