1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও নিজেকে দায়ী মনে করছেন তানজিদ তামিম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
তানজিদ-তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। শুরুটা ভালো করেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় টাইগাররা হেরে যায় ৭৭ রানে। যদিও ওপেনার তানজিদ হাসান তামিম দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন, তবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি।

শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, “আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। যদি সেটা করতে পারতাম তাহলে বলতে পারতাম হ্যাঁ, আমি দলের জন্য ভালো খেলেছি।”

তিনি আরও বলেন, “আমি আর শান্ত ভাই খুব ভালো একটা জুটি গড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সেই জুটি ভেঙে যায়। ওরা অসাধারণ একটা ক্যাচ নিয়েছে, ভালো রান আউটও করেছে। আমার মনে হয় এটা ম্যাচের বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। যদি আরও ৩০-৪০ রানের একটা পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে ম্যাচটা সহজ হতো।”

তানজিদ তামিম জানান, তিনি প্রতিটি ম্যাচে দলের জন্য অবদান রাখতে চান। তার ভাষায়, “ব্যক্তিগত লক্ষ্য সবসময় থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং দলের প্রয়োজনীয় সময়ে অবদান রাখার। যেটা গত ম্যাচে করতে পারিনি, চেষ্টা থাকবে পরের ম্যাচে সেটা পুষিয়ে দেওয়ার।”

এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের তরুণ ওপেনার নিজেকে নিয়ে যতটা সচেতন, ঠিক ততটাই মনোযোগী দলের চাহিদা পূরণে। দ্বিতীয় ম্যাচে তামিম কেমন পারফর্ম করেন, সে দিকেই তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট