1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

৭-০ গোলের জয়, এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্তভাবে শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ে ৭-০ গোলের জয়, দুর্দান্ত ছন্দে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপ ২০২৫-এর মূল পর্ব নিশ্চিত করেছিল। তবে আজকের শেষ গ্রুপ ম্যাচ ছিল মর্যাদার লড়াই। তুর্কমেনিস্তানের বিপক্ষে ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এই ম্যাচে পিটার বাটলারের দল দেখিয়ে দিল—তারা শুধুই মূল পর্বে উঠেই থামেনি, বরং পুরো বাছাই পর্বেই ছিল অপ্রতিরোধ্য। দলটি ৭-০ গোলের বিশাল জয় নিয়ে শেষ করলো তাদের গ্রুপ মিশন।

সি গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচেই জয়। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ এবং আজ তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে হারিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে মেয়েরা। পুরো টুর্নামেন্টে দলটি করেছে ১৬ গোল, বিপরীতে হজম করেছে মাত্র ১টি।

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ৩ মিনিটেই স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একে একে গোল করেন শামসুন্নাহার (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪২ মিনিট) এবং তহুরা খাতুন (২০ মিনিট)। প্রথমার্ধেই ৭-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও ম্যাচ ছিল একপাক্ষিক।

এই জয়ে বাংলাদেশের মেয়েরা শুধু গ্রুপ সেরা নয়, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শক্ত বার্তাও দিয়েছে। বিশেষ করে মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারানো এবং টানা দুই ম্যাচে ৭-০ গোলে জয় পাওয়া নিঃসন্দেহে দেশের নারী ফুটবলের জন্য এক বড় মাইলফলক।

বাফুফে সূত্র জানিয়েছে, বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে ঢাকায় ফিরবে এবং মধ্যরাতেই ফুটবলারদের জন্য সংবর্ধনার আয়োজন থাকবে। নারী ফুটবলের এই সাফল্য উদযাপন করতে প্রস্তুত পুরো দেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট