চট্টগ্রাম নগরের জামালখান এলাকার এসএস খালেদ রোডে অবস্থিত ‘ইউরেকা’ নামের একটি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী হাসান জানান, “দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট কাজ শুরু করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।”
আতঙ্ক ছড়িয়ে পড়ে জামালখান এলাকার আশপাশের ভবনগুলোতেও। আগুন ইউরেকা ভবনের সপ্তম তলায় লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
দ্রুত পদক্ষেপে সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিস বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানানো হবে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।