1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

টি-টোয়েন্টিতে দ্রুততম ১৪ ওভার ২ বলে ২৪৪ রানের রেকর্ড গড়লো বুলগেরিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ২০০ রান তাড়ার রেকর্ড গড়লো বুলগেরিয়া

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো ইউরোপের দল বুলগেরিয়া। মাত্র ১৪ ওভার ২ বলেই ২৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ক্রিকেটবিশ্বে নজিরবিহীন রেকর্ড করেছে দলটি। এই জয়ের মাধ্যমে তারা গড়েছে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ২০০ বা তার বেশি রান তাড়া করার বিশ্বরেকর্ড।

বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২, যা এই ফরম্যাটে এত বড় লক্ষ্য তাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী উইজডেন। এর আগে এই রেকর্ড ছিল সার্বিয়ার দখলে, যারা ১৪.১ ওভারে ২০০-এর বেশি রান তাড়া করেছিল স্লোভেনিয়ার বিপক্ষে।

এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়, চলমান ত্রিদেশীয় সিরিজে, যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক বুলগেরিয়া, জিব্রাল্টার ও তুরস্ক।

প্রথমে ব্যাট করতে নেমে জিব্রাল্টার ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪৩ রান। তাদের ইনিংসে ওপেনার ফিলিপ রাইকিস ৩৩ বলে ৭৩ এবং অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বুলগেরিয়ার পক্ষে জ্যাকব গুল নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে স্বাগতিক বুলগেরিয়া। ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ প্রথম ৪.২ ওভারেই তুলেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউট হলেও জারু ও মিলান গোগেভ চালিয়ে যান ঝড়ো ব্যাটিং। জারু করেন ২৪ বলে ৬৯ রান, গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির মাত্র ২১ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাত্র ১৪.২ ওভারে।

এই ম্যাচে দুই দল মিলে মাত্র ২০৯ বল খেলেই সংগ্রহ করে ৪৬৫ রান, যেখানে গড় স্ট্রাইকরেট ছিল ২২২.৪৮— যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যতম রেকর্ড। এই উচ্চ স্ট্রাইকরেটের চেয়ে বেশি স্ট্রাইকরেট দেখা গেছে মাত্র তিনটি ম্যাচে, তবে সেসব ম্যাচে মোট রান ছিল ১৫০ এর নিচে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি শুধু বুলগেরিয়ার নয়, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রান তাড়া হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট