1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো, নিয়োগ ঘিরে শুরু বিতর্ক

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রোববার (১৩ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিং করছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য এক রকম বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সফরকারী দলের সামনে। সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন।

এ ম্যাচে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, পেসার শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ নাঈম। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো।

টাইগারদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা। এই ম্যাচে জয় পেলে সিরিজে ফেরার পথ খুলে যাবে। তবে হেরে গেলে সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসেও বড় ধাক্কা খেতে পারে দলটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট