চরিত্রের গভীরতা ও আত্মস্থ অভিনয়ের জন্য বলিউডে স্বতন্ত্র অবস্থান গড়ে নেওয়া অভিনেত্রী টাবু এবার ফিরছেন একেবারে নতুন রূপে—এক ভয়ঙ্কর ও জটিল খল চরিত্রে। দক্ষিণ ভারতের খ্যাতনামা নির্মাতা পুরি জগন্নাথ পরিচালিত নতুন অ্যাকশন-ড্রামা ঘরানার একটি ছবিতে টাবুর বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।
এই প্রথমবারের মতো টাবু ও বিজয় সেতুপতি একসঙ্গে কাজ করছেন, আর তাদের মুখোমুখি সংঘর্ষই হবে সিনেমার মূল আকর্ষণ। নির্মাতারা জানিয়েছেন, টাবুর এই চরিত্রটি হবে তাঁর আগের সব নেতিবাচক চরিত্রের চেয়ে তীক্ষ্ণ ও মনস্তাত্ত্বিকভাবে বেশি জটিল। ‘মকবুল’, ‘হায়দার’, কিংবা ‘অন্ধাধুন’-এর মতো ছবিতে টাবু যে ধূসর আবহে নিজেকে উপস্থাপন করেছেন, এবার তা ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এই চরিত্রের জন্য টাবু নিচ্ছেন বিশেষ মানসিক ও শারীরিক প্রস্তুতি। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি বাস্তবসম্মত মারপিটের দৃশ্য ফুটিয়ে তুলতে তাঁকে প্রশিক্ষণ নিতে হচ্ছে স্টান্ট ও ফিজিক্যাল ট্রেনিংয়ের। পুরো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন রিসার্চ ও অভিনয়-পাঠে।
ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, এটি ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে। বর্তমানে চলছে চিত্রনাট্য উন্নয়নের কাজ এবং বছরের শেষ দিকেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
এদিকে টাবুর হাতে রয়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত প্রজেক্ট—‘দৃশ্যম ৩’। থ্রিলার ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়ে তাঁর চরিত্রটি আরও জটিল ও দ্বন্দ্বময় রূপে হাজির হবে বলে জানানো হয়েছে।
টাবু মানেই অভিনয়ের মূর্ত প্রতীক। এবার যখন তিনি পুরোপুরি খলচরিত্রে, তখন দর্শকদের আগ্রহ ও কৌতূহল স্বাভাবিকভাবেই তুঙ্গে। এই নতুন চরিত্রটি কেবল টাবুর ক্যারিয়ারেই নয়, ভারতীয় সিনেমায় খলচরিত্র উপস্থাপনাতেও এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
এখন শুধু অপেক্ষা—এই ভয়ঙ্কর সুন্দর টাবুকে বড় পর্দায় দেখার।
সূত্র: গিল্ড ডটকম