1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুপ্ত তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ

গোপন তৎপরতার মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ দিন উল্লেখযোগ্য হলে দিন), জেলা যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হয়। তিনি বর্তমানে জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় সদস্য মো. রিপন হোসেন হৃদয়, যিনি জামালপুর জেলার সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেডসিএফ জামালপুর শহর শাখার আহ্বায়ক আবু তালহা, সড়ক পরিবহন শ্রমিক দল শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেডসিএফ জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ঝুটন মিয়া, তারেক রহমান যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সহ-সভাপতি মো. আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সদর থানা দক্ষিণ জেডসিএফ আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেডসিএফ জেলার দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি ও আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হাসান, ৫ নং ওয়ার্ড জেডসিএফ সাধারণ সম্পাদক জীবন হোসেন, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তুষার, জেডসিএফ নেতা মারুফ, শহর ছাত্রদল নেতা মোবারক হোসেন, সাইম, শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাঁরা গোপন রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট