ঝিনাইদহে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালাম এর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, “বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে জিয়া পরিবার ও তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।” তারা আরও বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতেই এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে।”
ছাত্রদলের নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সংগঠিত হতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে এর জবাব দিতে হবে।” তারা গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিক্ষোভ ও সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।