1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড় ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—বয়রা শের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া দুইজনের নাম উজ্জ্বল ও সাত্তার।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে তারা রেক্টিফাইড স্পিরিট (হাতে তৈরি মদ) পান করেন। এ মদে চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট মিশিয়ে প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মদপানের পরপরই তারা তীব্র পেটব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন। পরে সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু ঘটে।

প্রাথমিকভাবে মৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “বিষাক্ত বা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবনের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অবৈধ মদ প্রস্তুত ও সরবরাহ চক্র খুঁজে বের করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট