গত ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচের দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মিনিট পরে শুরু হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে জরিমানার মুখে পড়তে হয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ১৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচের দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময় মতো শুরু না হওয়ায় বাফুফের ওপর ১,৫০০ মার্কিন ডলার জরিমানা আরোপ করা হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় দুই লাখ টাকার কাছাকাছি।
এএফসি আরও জানায়, এই শাস্তি তাদের প্রতিযোগিতা অপারেশনের আওতাধীন কাউন্টডাউন আর্টিকেল ২.২-এর অধীনে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না করায় এটাই প্রযোজ্য হয়েছে।
জরিমানার অর্থ বাফুফেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে এএফসি। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের দেরি হলে আরও কঠোর শাস্তি অপেক্ষা করছে।
ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, এমন ঘটনাগুলি এড়াতে আরও পেশাদার ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সময় মেনে ম্যাচ শুরু না হওয়া শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, দেশের ফুটবলের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।