1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন

ঝিনাইদহে ৮৫০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহে ৮৫০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঝিনাইদহে পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে ১ কেজি করে উন্নত মানের পেঁয়াজ বীজ এবং ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-১ মৌসুমে পেঁয়াজ চাষকে উৎসাহিত করতে এবং উৎপাদন বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, মাটি প্রস্তুত, বীজ রোপণ এবং সার ব্যবহারের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এই কর্মসূচির মাধ্যমে পেঁয়াজ উৎপাদনে যেমন খরচ কমবে, তেমনি কৃষকের আর্থিক সাশ্রয় ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট