ঝিনাইদহে পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে ১ কেজি করে উন্নত মানের পেঁয়াজ বীজ এবং ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।
কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-১ মৌসুমে পেঁয়াজ চাষকে উৎসাহিত করতে এবং উৎপাদন বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, মাটি প্রস্তুত, বীজ রোপণ এবং সার ব্যবহারের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এই কর্মসূচির মাধ্যমে পেঁয়াজ উৎপাদনে যেমন খরচ কমবে, তেমনি কৃষকের আর্থিক সাশ্রয় ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।