ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে দুটি দুর্ঘটনায় প্রাণ হারান এক অজ্ঞাত নারী ও মোটরসাইকেল চালক রুহুল আমিন (২২)।
প্রথম ঘটনাটি ঘটে ভোরে কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায়। স্থানীয়রা রেললাইনের পাশে একটি নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর রেল পুলিশের কাছে হস্তান্তর করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা এলাকায় একটি আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক রুহুল আমিন, যিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা ও হামিদুল ইসলামের ছেলে। একই দুর্ঘটনায় আহত হন আরেক মোটরসাইকেল আরোহী লালচাঁন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুইটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনাগুলো আবারও প্রমাণ করে, সড়ক ও রেলপথে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।