চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের নীতিমালায়ও তিন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্রথম ধাপে আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত।
প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে পুনরায় আবেদন, ফলাফল ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
নীতিমালায় বলা হয়েছে, এবারও ৭ শতাংশ কোটা সুবিধা থাকবে, যার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। শুধু মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়েরা এই কোটা পাবেন। নাতি-নাতনিদের জন্য কোনো কোটা নেই। কোটা পূরণ না হলে শূন্য আসনে মেধার ভিত্তিতে সাধারণ প্রার্থীদের ভর্তি করতে হবে।
আবেদনের জন্য এবার অনলাইন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৭০ টাকা বেশি।
প্রথম ধাপের আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:
১২ আগস্ট: আবেদন যাচাই-বাছাই
১৩-১৪ আগস্ট: চ্যালেঞ্জকৃত ফলাফলের শিক্ষার্থীদের আবেদন
১৫ আগস্ট: কলেজ পছন্দ পরিবর্তন
২২ আগস্ট: নিশ্চয়ন
এরপর
২৮ আগস্ট: প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের ফলাফল
২৯-৩০ আগস্ট: দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন
৩১ আগস্ট-১ সেপ্টেম্বর: তৃতীয় ধাপের আবেদন
৩ সেপ্টেম্বর: দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় ধাপের ফল
৪ সেপ্টেম্বর: শেষ দিনের নিশ্চয়ন
৫ সেপ্টেম্বর: সর্বশেষ মাইগ্রেশন
৭-১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি শেষে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস।