বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গত দুই মাসে চারটি আন্তর্জাতিক সিরিজে অংশ নিয়েছে, যার মধ্যে দুটিতে জয় এসেছে। ব্যস্ত সূচির পর এখন কিছুটা বিশ্রামে থাকলেও এশিয়া কাপের আগে অন্তত একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে চান অধিনায়ক লিটন দাস।
সম্প্রতি শেষ হওয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, “আমরা যখন আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে খেলেছি, তখন সেরা স্কোয়াড ছিল না। কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাম্প্রতিক দুই সিরিজে পূর্ণ শক্তির দল পেয়েছি। আমরা দেখাতে পেরেছি, ভালো ক্রিকেট খেলতে পারি।” এখান থেকেই উঠে আসে তার চাওয়া— নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলে মান ধরে রাখা।
তিনি আরও বলেন, এশিয়া কাপের প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করতে হলে এই বিরতির মধ্যেই অন্তত একটি আন্তর্জাতিক সিরিজ খেলা দরকার। এতে করে দলের ছন্দ থাকবে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়বে।
বোলিং ইউনিটের প্রশংসা করে লিটন বলেন, “নতুন বলে আমাদের বোলিং দারুণ হচ্ছে। তবে ডেথ ওভারে আরও উন্নতি করতে হবে। ভালো উইকেটে নিয়মিত খেলার সুযোগ পেলে বোলাররাও ম্যাচ জেতানো পারফরম্যান্স দিতে পারবে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে কতটা কার্যকর, সেটা আমরা সবাই জানি।”
দলের কাঠামো নিয়েও ভবিষ্যতের ভাবনা স্পষ্ট করেন তিনি। “আমরা কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করেছি ভবিষ্যতের কথা ভেবেই। যারা সুযোগ পেয়েছে, তারা ভালো পারফর্মার। এভাবে চলতে থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে,” বলেন লিটন।
এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি আরও জোরদার হচ্ছে। লিটনের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে দলকে মানসিকভাবে আরও দৃঢ় করবে।