1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে এবি ডি ভিলিয়ার্স ৩৯ বলে সেঞ্চুরি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দুর্দান্ত ফর্মে এবি ডি ভিলিয়ার্স, টানা দুই সেঞ্চুরি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে যেন দুর্বার গতিতে ছুটছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং গ্রেট একের পর এক ম্যাচে রানের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন। সর্বশেষ হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা। সেঞ্চুরি করেন মাত্র ৩৯ বলে, যা টুর্নামেন্টের অন্যতম দ্রুততম শতক।

এর আগে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলেছিলেন ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৪১ বলে। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে ৪১ বছর বয়সেও প্রমাণ করলেন— “ব্যাট এখনো কথা বলে!”

রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারে তুলে নেন ফিফটি (২২ বলে), এরপর মাত্র ১৭ বলে শতকে পৌঁছান। ডি আর্চি শটের এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় উত্তাল করে দেন হেডিংলির গ্যালারি।

এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ৯৫ রানের বড় ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এবং পরবর্তীতে পেশাদার ক্রিকেট ছাড়ার পর, এবি ডি ভিলিয়ার্সকে অনেকেই ক্রিকেটের পাতা থেকে ভুলতে বসেছিলেন। কিন্তু লেজেন্ডস টুর্নামেন্টে ফের যেন পুরোনো রূপে ফিরেছেন তিনি।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতা ছিল। কিন্তু এরপর তিন ম্যাচে তিন ইনিংসেই ঝড় তুলেছেন।ভারতের বিপক্ষে: ৩০ বলে ৬১ রান, ইংল্যান্ডের বিপক্ষে: ৫১ বলে ১১৬ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে: ৪৬ বলে ১২৩ রান, এই পারফরম্যান্সে ভক্তদের মনে আবারও জায়গা করে নিয়েছেন ‘মি. ৩৬০’।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট