খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
সভায় দেবাংশু বিশ্বাস বলেন, উপজেলার খেয়াঘাট ও নগর ঘাটায় ফেরি চলাচলে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি জোরদার করা এবং বর্ষা মৌসুমে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
এই সভায় দীর্ঘ ১৬ বছর পর উপস্থিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বিগত ১৬ বছর আমাদের উপজেলাভিত্তিক সরকারি কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে রেখেছে।” তিনি সকলকে আহ্বান জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে প্রশাসনের সঙ্গে একযোগে দেশের উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীরা বিগত ১৬ বছরে দুর্নীতির মাধ্যমে যে সম্পদের পাহাড় গড়েছে, তা রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে এনে সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার রাকিব, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহাবুবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা মোল্লা, জামায়াতের উপজেলা আমির মাওলানা আবুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নাছির হোসেন এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।
সভাটি উপজেলা পর্যায়ে প্রশাসন ও নাগরিক অংশগ্রহণের একটি কার্যকর মডেল হিসেবে প্রশংসিত হয়।