খুলনার দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আরিফুল ইসলাম প্রচণ্ড জ্বর ও কাশি জনিত অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ইউএনও আরিফুল ইসলামের সুস্থতা কামনা করে বলেন, তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তার অসুস্থতা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
বিবৃতিতে আরও যারা ইউএনওর সুস্থতা কামনা করেছেন তাদের মধ্যে ছিলেন—নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।
দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে যেন সবাই ইউএনও আরিফুল ইসলামের সুস্থতার জন্য প্রার্থনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় তার দায়িত্বে ফিরতে পারেন।