শোবিজ তারকাদের ছবি ও ভিডিও এখন আর শুধু বাস্তব দৃশ্যেই সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি এসব ভুয়া কনটেন্ট এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন দেশের নারী শিল্পীরা। এই বিষয়ে এবার সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কিছু কিছু ফেসবুক পেজ তার এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে, যা বিভ্রান্তিকর এবং অনৈতিক। তার ভাষায়, “আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”
তিনি আরও লেখেন, “২০২৫ সালেও মানুষ এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না, এটা সবচেয়ে দুঃখজনক।” ভুয়া ছবি ও ভিডিওর নিচে এসে অনেকেই সেগুলো আসল ভেবে মন্তব্য করছেন, যা খুবই হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি।
সাদিয়া তাঁর অনুসারীদের প্রতি অনুরোধ করেন, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।”
তিনি জানান, বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।
শোবিজ অঙ্গনে এ ধরনের এআই মিসইউজ এখন মারাত্মক এক সামাজিক সংকট হয়ে উঠছে। সচেতনতার পাশাপাশি আইনগত পদক্ষেপই হতে পারে এর সমাধান।