1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন

এআই দিয়ে বানানো ছবি ছড়ানোয় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
অভিনেত্রী সাদিয়া আয়মান এআই দিয়ে বানানো ছবি ও ভিডিও নিয়ে ভক্তদের সতর্ক করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কনটেন্ট ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান।

শোবিজ তারকাদের ছবি ও ভিডিও এখন আর শুধু বাস্তব দৃশ্যেই সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি এসব ভুয়া কনটেন্ট এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন দেশের নারী শিল্পীরা। এই বিষয়ে এবার সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কিছু কিছু ফেসবুক পেজ তার এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে, যা বিভ্রান্তিকর এবং অনৈতিক। তার ভাষায়, “আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”

তিনি আরও লেখেন, “২০২৫ সালেও মানুষ এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না, এটা সবচেয়ে দুঃখজনক।” ভুয়া ছবি ও ভিডিওর নিচে এসে অনেকেই সেগুলো আসল ভেবে মন্তব্য করছেন, যা খুবই হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি।

সাদিয়া তাঁর অনুসারীদের প্রতি অনুরোধ করেন, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।”

তিনি জানান, বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

শোবিজ অঙ্গনে এ ধরনের এআই মিসইউজ এখন মারাত্মক এক সামাজিক সংকট হয়ে উঠছে। সচেতনতার পাশাপাশি আইনগত পদক্ষেপই হতে পারে এর সমাধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট