1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

শিশুর হাতের লেখা সুন্দর করতে করণীয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
শিশুর হাতের লেখা সুন্দর করতে করণীয় | হাতের লেখা শেখানোর উপায়

সবার হাতের লেখাই একরকম সুন্দর হয় না, তবে চর্চার মাধ্যমে উন্নত handwriting গড়ে তোলা সম্ভব। ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাতের লেখা শেখানো হলে শিশুর লেখা ঝরঝরে, পরিষ্কার ও পাঠযোগ্য হয়। এজন্য প্রয়োজন পরিকল্পিত পদ্ধতিতে চর্চা এবং ধৈর্য।

হাতের লেখারও একটি ছন্দ থাকে, যেটিকে “অক্ষরছন্দ” বলা হয়। এই ছন্দে হাতের লেখা বাঁধতে চাইলে শুরু করতে হবে অক্ষর শেখার প্রথম ধাপ থেকেই। বাংলা হোক বা ইংরেজি, প্রতিটি অক্ষর যেন স্পষ্ট ও শুদ্ধভাবে শেখানো হয় তা নিশ্চিত করতে হবে। অনেক সময় যিনি শেখাচ্ছেন তিনিই ভুলভাবে অক্ষর লেখেন, ফলে শিশুও তা-ই অনুসরণ করে। তাই সবার আগে বড়দেরও পরিষ্কারভাবে অক্ষর লেখা শেখা জরুরি।

শব্দ লেখার সময় প্রতিটি অক্ষর আলাদা ও সুস্পষ্ট হতে হবে। বাংলা লেখায় মাত্রা ঠিকভাবে বসাতে হবে এবং ইংরেজি শব্দে ছোট ও বড় হাতের অক্ষরের পার্থক্য শিশুকে শেখাতে হবে। এই ধাপে ধৈর্য নিয়ে সঠিকভাবে চর্চা করাতে হবে।

ইংরেজি হাতের লেখার জন্য প্রথমে ফোর-লাইনার কপি ব্যবহার করাতে হবে। লেখায় দক্ষতা বাড়লে ধীরে ধীরে সিঙ্গেল রুলড এবং পরে সাদা পাতায় লেখার অভ্যাস করানো যেতে পারে। লেখার সময় লাইন যেন সোজা থাকে, অক্ষরের মাপ যেন প্রায় সমান হয় এবং মার্জিন ধরে লেখা হয়, তা নিশ্চিত করতে হবে।

সঠিকভাবে পেনসিল ও পেন ধরার কৌশলও শেখাতে হবে। শিসের ডগা থেকে অন্তত দেড় ইঞ্চি দূরে ধরে লেখা অভ্যাস করাতে হবে। এতে লেখার ভঙ্গি স্বাভাবিক ও পরিপাটি হয়। আট-ন’বছর বয়স পর্যন্ত পেনসিল ব্যবহার করানো উচিত। এরপর ফাউন্টেন পেন, এবং পরে জেল বা বল পেন ব্যবহারে অভ্যস্ত করাতে হবে।

প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে বাংলা ও ইংরেজি হাতের লেখা অনুশীলন করাতে হবে। অন্তত দুই পৃষ্ঠা করে প্রতিদিন লেখা অভ্যাস করানো ভালো। ছুটির দিনে বেশি লেখালেখি করানো যেতে পারে। পাঠ্যবই থেকে অনুশীলন করালে একসাথে পাঠ ও লেখার অনুশীলন হয়। এই অভ্যাস শিশুদের পরীক্ষার সময় দ্রুত ও পরিষ্কার লেখার দক্ষতাও গড়ে তোলে।

শিশুর হাতের লেখা উন্নয়নে নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা এবং উৎসাহই পারে লেখাকে সুন্দর ও গঠনমূলক করে তুলতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট