1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাছাই পর্বের আয়োজক যে দেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাছাই পর্বের আয়োজক নেপাল, অংশ নেবে ১০ দল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে কাঠমান্ডুর লোয়ার মূলপানি ও আপার মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে এই বাছাইপর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে।

এখনও বাছাইপর্বের নির্দিষ্ট সূচি ঘোষণা না করা হলেও আইসিসি জানিয়েছে, বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নেবে। এখান থেকে চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

ইতোমধ্যে পাঁচটি দেশ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করায় বাংলাদেশ এবং স্কটল্যান্ড সরাসরি এই বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। এছাড়া থাইল্যান্ড ও নেপাল এশিয়া অঞ্চল থেকে এবং যুক্তরাষ্ট্র আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্ব নিশ্চিত করেছে।

অবশিষ্ট পাঁচটি দল আসবে তিনটি অঞ্চল থেকে:

  • আফ্রিকা অঞ্চল – ২টি দল

  • ইউরোপ অঞ্চল – ২টি দল

  • পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল – ১টি দল

এই দশটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রথম পর্বের শেষে সেরা ছয় দল উঠবে সুপার সিক্সে, এবং সেখানে থেকে সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। তবে বিশ্বকাপ মূল পর্বে খেলবে মোট চারটি দলই।

২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেবে, যার মধ্যে আটটি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে এবং চারটি আসবে বাছাইপর্ব থেকে।

আইসিসির ঘোষণা অনুযায়ী গ্রুপগুলোর বিন্যাস এভাবে হয়েছে:

গ্রুপ ১:
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাছাইপর্বের দল ১, বাছাইপর্বের দল ২

গ্রুপ ২:
ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাছাইপর্বের দল ৩, বাছাইপর্বের দল ৪

এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে। বাংলাদেশ নারী দলের সম্ভাবনা নিয়েও আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট