1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
ঝিকরগাছায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার মামলা

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’-র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে দুই ব্যক্তির নামে আদালতে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন—গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার বাসিন্দা নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, গত ১৮ জুলাই রাতে গদখালি ইউনিয়নের বেনেয়ালি এলাকায় ১৩ বছর বয়সী ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তার নির্যাতনের শিকার হন। পরদিন (১৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়। মামলার তথ্যটি সাংবাদিক বাবু তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

এই তথ্য প্রকাশের জেরে অভিযুক্ত মিন্টু ও খাদিজা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। তারা ২৩ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রশাসকের উদ্দেশ্যে বাবুর বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করে আবেদন দাখিল করেন। এছাড়াও ২২ জুলাই ও ২৩ জুলাই মিন্টু ও তার স্ত্রী পৃথকভাবে সংবাদমাধ্যম ‘ঝিকরগাছা নিউজ ২৪’-এ ভিডিও সাক্ষাৎকার দিয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ছড়ান, যা সাংবাদিক বাবুর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে।

এ ঘটনায় সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বাদী হয়ে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারক সংশ্লিষ্ট থানাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কবীর সিদ্দিক। তিনি বলেন, “সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা ও সত্য প্রকাশের পথে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট