1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

সোমবার (৪ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পায়রাচত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিনসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৪টি সরকারি ও বেসরকারি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃক্ষ মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে নানা প্রচারপত্র ও প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট