জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জামালপুরে শহিদ সাফওয়ান আখতারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহিদ সাফওয়ান আখতার ছিলেন শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। পুষ্পস্তবক অর্পণ শেষে তার মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ জানান, শহিদ সাফওয়ান আখতার দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আত্মোৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন। তার ত্যাগের স্মরণে প্রতিবছর এই দিনে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।