মুন্সীগঞ্জ শহরের লিচুতলা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধানুষ্ঠান শেষে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে বিএনপিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বহু শহীদ রক্ত ঝরিয়েছিলেন। সেই আত্মত্যাগের স্মরণে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।