1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাচ মিসে বাংলাদেশকে ডুবালেন নুরুল হাসান, সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয় কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান

জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
হাইকোর্টে

জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্ত আসামিদের মামলার শুনানি এখন থেকে কারাগারেই অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিচারকের সই করা নির্দেশনায় বলা হয়েছে, এসব আসামিকে আর সশরীরে আদালতে আনা হবে না; বরং ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে শুনানি সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, এই পদক্ষেপ সরকারের সময় ও অর্থ সাশ্রয় করবে এবং নিরাপত্তা ঝুঁকি কমাবে। তিনি বলেন, “অতি শিগগিরই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে।”

আদেশে উল্লেখ করা হয়েছে, কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রতিদিন বহু আসামিকে আদালতে আনা হয়, যাদের মধ্যে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং দুর্নীতির মামলার আসামিরাও রয়েছেন। এদের আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় এবং অনেক সময় আদালত প্রাঙ্গণে জনতার ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে।

উচ্চ আদালতের প্রজ্ঞাপন অনুযায়ী, অডিও, ভিডিও বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ ও শুনানির অনুমতি রয়েছে। সেই নির্দেশনার আলোকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির ২৮ নম্বর আদালতকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট