1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
হাইকোর্টে

জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্ত আসামিদের মামলার শুনানি এখন থেকে কারাগারেই অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিচারকের সই করা নির্দেশনায় বলা হয়েছে, এসব আসামিকে আর সশরীরে আদালতে আনা হবে না; বরং ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে শুনানি সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, এই পদক্ষেপ সরকারের সময় ও অর্থ সাশ্রয় করবে এবং নিরাপত্তা ঝুঁকি কমাবে। তিনি বলেন, “অতি শিগগিরই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে।”

আদেশে উল্লেখ করা হয়েছে, কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রতিদিন বহু আসামিকে আদালতে আনা হয়, যাদের মধ্যে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং দুর্নীতির মামলার আসামিরাও রয়েছেন। এদের আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় এবং অনেক সময় আদালত প্রাঙ্গণে জনতার ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে।

উচ্চ আদালতের প্রজ্ঞাপন অনুযায়ী, অডিও, ভিডিও বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ ও শুনানির অনুমতি রয়েছে। সেই নির্দেশনার আলোকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির ২৮ নম্বর আদালতকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট