1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
জামালপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

জামালপুরে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।

প্রথম মানববন্ধনটি দুপুর সাড়ে ১১টায় জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব রোডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক জাহিদ হাবিব, সাংবাদিক আনোয়ার হোসেন, বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীরসহ জেলার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাফিজ রায়হান সাদা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে বহু সাংবাদিক হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। এ কারণে দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান বাবু জামিনে থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

একই দিন দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। এতে প্রেস ক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনা, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

জামালপুর জুড়ে আয়োজিত এসব মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা একবাক্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে। তারা সরকার ও প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট