1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝিনাইদহের কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য বাজারমূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনার মালিকরা। তাদের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রের কোটি টাকা শতকের জমি সরকার নামমাত্র ৬ থেকে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে। একইভাবে উপজেলার বিভিন্ন মৌজার ৫ থেকে ১০ লাখ টাকা শতকের জমি মাত্র ২৫-৩০ হাজার টাকায় অধিগ্রহণের চেষ্টা চলছে, যা মালিকদের সঙ্গে সুস্পষ্ট বৈষম্য।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের হাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের বরাবর প্রেরিত একটি স্বারকলিপি তুলে দেন জমির মালিকরা। এর আগে তারা উপজেলা গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে মালিকদের রাজি করান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদসহ ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠুও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, গত ৭ আগস্ট তাদেরকে ছয় লেন মহাসড়কের জমির অধিগ্রহণ সংক্রান্ত ৮ ধারার কাগজপত্র প্রদান করা হয়েছে, যেখানে জমির মূল্য একেবারেই হাস্যকরভাবে কম উল্লেখ করা হয়েছে। তারা দাবি করেন, মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা থাকলেও তার নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে এবং জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষতিপূরণের পরিমাণ কমানো যাবে না। তাদের সতর্কবার্তা—দাবি না মানা হলে ভবিষ্যতে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট