1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝিনাইদহের কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য বাজারমূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনার মালিকরা। তাদের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রের কোটি টাকা শতকের জমি সরকার নামমাত্র ৬ থেকে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে। একইভাবে উপজেলার বিভিন্ন মৌজার ৫ থেকে ১০ লাখ টাকা শতকের জমি মাত্র ২৫-৩০ হাজার টাকায় অধিগ্রহণের চেষ্টা চলছে, যা মালিকদের সঙ্গে সুস্পষ্ট বৈষম্য।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের হাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের বরাবর প্রেরিত একটি স্বারকলিপি তুলে দেন জমির মালিকরা। এর আগে তারা উপজেলা গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে মালিকদের রাজি করান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদসহ ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠুও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, গত ৭ আগস্ট তাদেরকে ছয় লেন মহাসড়কের জমির অধিগ্রহণ সংক্রান্ত ৮ ধারার কাগজপত্র প্রদান করা হয়েছে, যেখানে জমির মূল্য একেবারেই হাস্যকরভাবে কম উল্লেখ করা হয়েছে। তারা দাবি করেন, মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা থাকলেও তার নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে এবং জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষতিপূরণের পরিমাণ কমানো যাবে না। তাদের সতর্কবার্তা—দাবি না মানা হলে ভবিষ্যতে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট