1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় জয়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসানের নেতৃত্বে নর্দান টেরিটরিকে ২২ রানে হারিয়েছে তারা। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান।

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবারও জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার (১৯ আগস্ট) অস্ট্রেলিয়ার মারারা ক্রিকেট গ্রাউন্ডের ২ নম্বর মাঠে নর্দান টেরিটরি স্ট্রাইককে ২২ রানে হারায় নুরুল হাসানের নেতৃত্বাধীন দল। এর আগে একই মাঠে নেপালকেও হারিয়েছিল তারা। তবে টিআইও স্টেডিয়ামে খেলা দুটি ম্যাচে হেরে যায় বাংলাদেশ ‘এ’।

এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নুরুল হাসান। ব্যাট হাতে ২৩ বলে ৩৫ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নিয়েছেন দুটি ক্যাচ। এজন্যই হয়েছেন ম্যাচসেরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে তোলে ১৭২ রান। ওপেনার মোহাম্মদ নাঈম ও জিশান আলম ঝড়ো শুরু এনে দেন মাত্র ৩.২ ওভারে ৫৫ রান যোগ করে। নাঈম খেলেন ১১ বলে ২৫ রানের ইনিংস। জিশান করেন ৩০ রান। তবে সাইফ হাসান (৩) দ্রুত আউট হলে রান তোলার গতি কিছুটা মন্থর হয়ে যায়।

সেই সময়ে দায়িত্ব নেন অধিনায়ক নুরুল হাসান ও আফিফ হোসেন। দু’জনে মিলে ৩৩ বলে ৪৩ রান যোগ করেন। নুরুল আউট হলেও আফিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪১ রানে (৪০ বল)। ইয়াসির আলীর অপরাজিত ২২ রানের ক্যামিওতে দল পৌঁছে যায় বড় সংগ্রহে।

বোলিংয়েও দারুণ শুরু করে বাংলাদেশ ‘এ’। হাসান মাহমুদ ফেরান জেইক ওয়েদারাল্ডকে, রিপন মণ্ডল ফেরান সাবেক অজি ওপেনার ডার্সি শর্টকে এবং তোফায়েল আহমেদ তুলে নেন স্যাম এল্ডারের উইকেট। একপর্যায়ে নর্দান টেরিটরির স্কোর দাঁড়ায় ৩৪/৩।

এরপর কনর ক্যারল ও জর্ডান সিল্ক গড়ে তোলেন ৮২ রানের জুটি। তবে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ক্যারলকে (৪৩) আউট করে ভাঙেন সেই প্রতিরোধ। কিছু পর সিল্ককেও (৪৮) ফেরান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নর্দান টেরিটরি থামে ১৫০/৭ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদ সমান দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন অধিনায়ক নুরুল হাসান।

আগামী বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে মেলবোর্ন স্টারস একাডেমির।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৭২/৪ (আফিফ ৪১*, নুরুল ৩৫, জিশান ৩০, নাঈম ২৫, ইয়াসির ২২*; মেনজিস ২/৪৩)।
নর্দান টেরিটরি স্ট্রাইক: ২০ ওভারে ১৫০/৭ (সিল্ক ৪৮, ক্যারল ৪৩; রাকিবুল ২/২২, হাসান ২/২৩, তোফায়েল ২/২৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট