1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ সংস্কারের জন্য ছাত্রশিবির ৩০ দফা প্রস্তাবনা দিয়েছে। শ্রেণিকক্ষ নির্মাণ, আবাসিক হল, লাইব্রেরি ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা দাবি উত্থাপন করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ সংস্কারের জন্য ৩০ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈর নিকট এ প্রস্তাবনার স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার কলেজ সম্পাদক মাজিদুল হক নাসিম, কলেজ সভাপতি মো. হুসাইন আহমেদ, সেক্রেটারি তালহা জুবায়েরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

প্রস্তাবনায় যে বিষয়গুলো গুরুত্ব পায় তার মধ্যে রয়েছে—পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণ, পরিচয়পত্র বাধ্যতামূলক করা, কলেজে নিরাপত্তা প্রহরী নিয়োগ, ছাত্র-ছাত্রীদের আবাসিক হল সংস্কার ও নতুন হল নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, ক্যাম্পাসে আধুনিক ওয়াশরুম ও ছাত্রীদের জন্য আলাদা কমন রুম স্থাপন, লাইব্রেরি ও অডিটোরিয়াম সংস্কার, বিজ্ঞান ও বিতর্ক ক্লাব গঠন, খেলার মাঠ উন্নয়ন, মানসম্মত ক্যান্টিন স্থাপন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু করা।

এছাড়াও প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, ক্যাম্পাসে র‌্যাগিং, শিক্ষার্থী নিপীড়ন, জোরপূর্বক দলীয় মিছিলে অংশগ্রহণ বন্ধে ব্যবস্থা নেওয়া, কলেজের সম্পত্তি দখলমুক্ত করা, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, বেসরকারি কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলো স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

ছাত্রশিবিরের নেতারা বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছিল। কলেজগুলোতে দলীয় রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই একটি বৈষম্যহীন, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজন দ্রুত সংস্কার ও বাস্তবমুখী পদক্ষেপ।

তারা আশা প্রকাশ করেন, এই ৩০ দফা প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের সত্যিকার প্রাণের ঠিকানা হয়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট