জামালপুরে দক্ষিণ কাচারীপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা জামালপুর মডেল মসজিদে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস হাসান মিল্টন, ছোট ছেলে মোঃ বাপ্পিসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ হোসাইন।
আলহাজ হারুন অর রশীদ ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাকরি জীবনে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন। সদালাপি এই মানুষটি এলাকার নানামুখী উন্নয়নমূলক কাজে অবদান রেখে গেছেন।
তিনি ২০২৫ সালের ২৫ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।