জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ধর্মকুড়া এলাকার তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
এই ঘটনায় পরিবারের সদস্যারা কেউ কথা বলতে না চাইলেও মানসিক চাপ ও শারীরিক অসুস্থার কারণে দুপুরে নিজ বসতঘরের পাশের একটি কক্ষে তিনি আত্নহত্যা করতে পারেন বলে ধারনা করছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান।
এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন