পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে প্রবেশ করলে হঠাৎ একটি বগির চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণের মধ্যেই একটি বগির নিচে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রেখে প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।
এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, “ট্রেনের পরিচালক বিষয়টি জানালে আমরা দ্রুত জরুরি ব্যবস্থা নেই। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখে।”
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে।