খুলনার দিঘলিয়ায় বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকের অসুস্থতার খোঁজ নিতে তার বাসভবনে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক। শুক্রবার (৩ অক্টোবর) তিনি হঠাৎ করে আব্দুর রকিব মল্লিকের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জানা গেছে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর বাড়িতে ফিরে চিকিৎসাধীন আছেন। এ খবর পেয়ে পারভেজ মল্লিক ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়ান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে রকিব মল্লিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবসময় তার পাশে থাকার আশ্বাস দেন।
পারভেজ মল্লিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক হোসেন, বাদশা মল্লিক, তেরখাদা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, বিএনপি নেতা আসাবুর রহমান, বারাসাত ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ শেখ, রিপন হোসেন লিপু, সাবেক ছাত্রনেতা ও দিঘলিয়া শ্রমিক দলের নেতা অহিদ শিকদার, মরুনুর জামান মন্জু প্রমুখ।
নেতৃবৃন্দরা অসুস্থ রকিব মল্লিকের পাশে দাঁড়িয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দিঘলিয়ার বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।