1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

“জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো” টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
“জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো” স্লোগানে ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।

“জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। সরকারের বর্ধিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সমন্বয় সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, শিক্ষক নেতা সেকেন্দার আলী, আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি নবী হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম বলেন, “টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এই জাতীয় টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে অনতিবিলম্বে রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকারের ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী শিশুদের জন্য বিনামূল্যে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে কোনো শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে জীবনের ঝুঁকিতে না পড়ে।”

এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং টাইফয়েড সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট